সিআইডির অভিযান
৪৮ ঘণ্টার কম সময়ে ডাকাত সর্দার মনির গ্রেপ্তার ও রহস্য উদঘাটন
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত বড় ধরনের ডাকাতির রহস্য উদঘাটন করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেপ্তার করেছে সিআইডি।
শনিবার (৪ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। অভিযানে সিআইডি এলআইসি সহযোগিতা প্রদান করে।
আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা
সিআইডি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাতে ধীরাশ্রমের বাসিন্দা মো. আব্দুল সোবহানের বাড়িতে ডাকাতরা হামলা চালায়। তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রাখে এবং প্রায় আধা ঘণ্টা লুটপাট চালায়। এসময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মোট ২২ লাখ ৭৬ হাজার টাকার বেশি মালামাল লুট করে নেয়। এছাড়া বাড়ির সদস্য ও ভাড়াটিয়াদের শারীরিকভাবে আঘাত করে।
ঘটনার পর গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং ০৪(১০)২০২৫)। দ্রুতই মামলাটি সিআইডির অধীনে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ
অভিযানকালে মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তদন্তে জানা গেছে, মনিরের বিরুদ্ধে পূর্বে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ও ডিএমপি সবুজবাগ থানায় দুটি মামলা রয়েছে।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত মনিরকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ডাকাত দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।





