নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতিতে গৃহীত পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
এ সময় দুই দেশের প্রতিনিধি দল আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়টি তুলে ধরেন। এর জন্য ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
পৃথক বৈঠকে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন হওয়া শুল্ক আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শুল্ক ব্যবধান ক্রমান্বয়ে কমে আসায় অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
প্রতিউত্তরে ব্রেন্ডান লিঞ্চ বলেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং ঘাটতি কমে আসার সঙ্গে সঙ্গে শুল্ক হ্রাসের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।