প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাজিরা থানার ওসি নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বৈঠকে উপস্থিতরা কৌশলে পালিয়ে যান।
পরে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ওই বৈঠকের ঘটনায় পুলিশ ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
এরপর শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ওসি মাইনুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। পরে বিদেশি নম্বর থেকে আমাকে ও প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তাদের পরামর্শে জিডি করেছি।”
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং হুমকির উৎস শনাক্তে প্রযুক্তিগত অনুসন্ধান শুরু হয়েছে।
ঘটনার পর জাজিরা থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।