গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস
বাংলাদেশ এখন এক নবজন্মের পথে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের ফলেই দেশের এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে এবং এরই ধারাবাহিকতায় ‘জুলাই সনদ’ বাংলাদেশের নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে—বিশেষ করে ছাত্র জনতার আত্মত্যাগের কারণেই আজকের এই দিন।”
আরও পড়ুন: রিজওয়ানা হাসান তথ্য, আদিল এলজিআরডি ও আসিফ নজরুল যুব ও ক্রিয়ার দায়িত্বে
তিনি স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই সনদকে ‘অভ্যুত্থানের দ্বিতীয় অংশ’ হিসেবে উল্লেখ করেন এবং গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া, রক্ত দেওয়া ও আহত সব সাহসী মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
ড. ইউনূস বলেন, “যারা এই অভ্যুত্থানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন—তাদের জন্যই আজকের এই দিনটি সম্ভব হয়েছে। জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।”
আরও পড়ুন: সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি: রয়টার্স
সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় বিতর্কগুলো পেছনে ফেলে নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। সংবিধান ও সরকার পরিচালনার কাঠামোয় বড় পরিবর্তন আসছে।”
তিনি আরও যোগ করেন, “এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় যুক্ত হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎকে নতুন দিগন্তে নিয়ে যাবে।”
জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে জাতীয় জীবনে আশার নতুন আলো দেখছে দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের ‘নবজন্মের সূচক’ হিসেবে ইতিহাসে স্থান পাবে।





