এবার যমুনায় গেল জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে বৈঠকে অংশ নেয়।
আরও পড়ুন: বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতে প্রধান উপদেষ্টার শোক
এর আগে মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শরমিন, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সরকারের সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।





