ছুটির দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের
ছুটির দিনে সড়কে আবারও ঝরল প্রাণ। শুক্রবার (২৪ অক্টোবর) দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহত হন অন্তত ১০ জন।
আরও পড়ুন: বিতর্ক এড়াতে উপদেষ্টাদের জন্য ‘অধ্যাদেশ’ জারির আহ্বান ফাওজুলের
জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেড (বিসিআইসি)-এর কর্মকর্তারা পরিবারসহ সেজুতি ট্রাভেলসের বাসে করে টাঙ্গুয়ার হাওরে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যমুনা লাইনের একটি বাস রাস্তার পাশে থামানো ছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
আরও পড়ুন: যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ
অন্যদিকে, নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ইজিবাইকটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আরেকজন ঢাকা নেওয়ার পথে মারা যান।
এছাড়া যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
তাছাড়া রাজধানী ঢাকা, লালমনিরহাট ও বাগেরহাটে পৃথক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
দিনব্যাপী এসব দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ও ১৫ জনের আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন এলাকায়।





