বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে ইতিবাচক সাফল্য হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, রিজার্ভে এই অগ্রগতি পেমেন্ট ভারসাম্যের চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেন, রিজার্ভ শক্তিশালী করাকে আইএমএফ-সমর্থিত কর্মসূচির অন্যতম কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে দেখা হয়। বাংলাদেশ এখনো পেমেন্ট ভারসাম্যের চাপে থাকলেও রিজার্ভ বৃদ্ধির মাধ্যমে নীতিগত স্থিতিশীলতা বাড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ‘প্রকাশ্যে এসে’ যা বললেন ফয়সাল, এখন কোথায়?
হংকংয়ে আয়োজিত ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনা করতে চলতি মাসেই আইএমএফের একটি মিশন বাংলাদেশ সফর করবে।
মিশনটি মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করে রিজার্ভ ব্যবস্থাপনা ও বিনিময় হার নীতির কার্যকারিতা মূল্যায়ন করবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন
আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।





