ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে জাপানে ১ লাখ দক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা
এর আগে সকালে আতিকুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা তাজুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত পুলিশি আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী তাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন মেয়র আতিকুল ইসলামের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন: আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি বাহারুল আলম
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আতিকুল ইসলাম ঘটনার সময় পলাতক আসামি ছিলেন এবং ঘটনাটির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।
পুলিশ জানায়, বর্তমানে আতিকুল ইসলাম বনানী থানার অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। নতুন মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বাদী রেদোয়ান হোসেন অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানার আমির কমপ্লেক্স এলাকার সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া জনতার ওপর এজাহারভুক্ত আসামিদের নির্দেশে গুলি চালানো হয়, যাতে তার বাবা তাজুল ইসলাম নিহত হন।
এদিকে, আতিকুল ইসলামের আইনজীবী মোর্শেদ হোসেন বলেন, “আতিকুল ইসলাম একজন ব্যবসায়ী ও সাবেক মেয়র। তিনি দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। বর্তমানে ১৭ মামলায় আটক রয়েছেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।”





