সোমবার দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন
অন্তর্বর্তী সরকার সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে। রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, অনুষ্ঠানে সরকারের চলমান কার্যক্রম, সাম্প্রতিক সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে ব্রিফ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: কয়েকটি দলের মন যুগিয়ে চলার নীতি সরকারকে বাদ দিতে হবে: তিন দলের যৌথ সভায় বক্তারা
তবে কোন কোন উপদেষ্টা বা মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।





