জামায়াতের মিছিলে হামলাকারি পুলিশ এখন উত্তরা পশ্চিম থানার ওসি
ফ্যাসিস্ট সরকার আমলের সবথেকে সুবিধাভোগী ইন্সপেক্টরদের মধ্যে অন্যতম রহিম মোল্লা এখন রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ উত্তরা পশ্চিম থানার ওসির দায়িত্ব পালন করছেন। কিভাবে তিনি এই পদে আসীন হলেন তা নিয়ে প্রশ্ন পুলিশের বিভিন্ন মহলে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পুলিশ হেডকোয়ার্টারের একজন কর্মকর্তা বলেছেন পতিত ফ্যাসিষ্ট সরকারের অন্যতম দোসর ইন্সপেক্টর রহিম মোল্লা কে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ দেয়ার পিছনে কাজ করেছে পুলিশের ভিতর ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিস্টরা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে খুলনার পিকচার প্যালেস মোড়ে জামাতে ইসলামীর মিছিলে হামলা করতে গিয়ে সে সময়কার ওসি মনিরুল গিয়াস এর সাথে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি রহিম মোল্লা। ঝিনাইদহ থানায় দায়িত্ব পালনের সময় গাড়ি চোরাই চক্রের সাথে সখ্যতা গড়ে ওঠে ইন্সপেক্টর রহিম মোল্লার। এসময় একজন জেলা জজের আত্মীয়ের গাড়ি তার ড্রাইভারের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। ইন্সপেক্টর রহিম মোল্লার প্রধান সহযোগী ঢাকা মেট্রোপলিটন পুলিশের খুবই গুরুত্বপূর্ণ থানায় কর্মরত বিগত ফ্যাসিজ সরকারের কট্টর সমর্থক বলে কথিত এক ওসি। ফ্যাসিস্ট সরকার আমলে সব ধরনের সুবিধা পাওয়া ওই ওসির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সখ্যতা রয়েছে। তারই ছত্রছায়ায় দাপট দেখান উত্তরা পশ্চিম থানার ওসি রহিম মোল্লা। এক ব্যবসায়ীকে ভয়-ভীতি দেখিয়ে একটি চার তারকা হোটেলের আংশিক মালিকানা দিয়ে দিতে চাপ সৃষ্টি করেন উত্তরা পশ্চিম থানার ওসি রহিম মোল্লা। উত্তরা পশ্চিম থানায় যোগদানের পরপরই ওসি রহিম মোল্লার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতার অভিযোগ ওঠে। এমনকি অনেকে তার সাথে থানার বাইরে মিটিং করতেন বলেও অভিযোগ রয়েছে। অপরাধিদের সাথে জড়িয়ে পড়া ওসি রহিম মোল্লার ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ ব্যাপারে মন্তব্য করতে বললে সাংবাদিক ও অপরাধ বিশ্লেষক এনামুল কবীর রূপম বলেন বাংলাদেশের প্রচলিত আইনে থানার ওসি হচ্ছেন সর্বময় কর্তা। পুলিশের সর্বোচ্চ ক্ষমতা চর্চা করেন তিনি। সেই ব্যক্তি যদি অপরাধীদের সাথে অপরাধ কর্মে জড়িয়ে পড়েন তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি হতে পারে ভয়ানক। অবিলম্বে এই ওসিকে অপসারণ করা না হলে উত্তরা পশ্চিম থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সামনের দিন গুলোতে অনেক কঠিন হবে।





