যে ফোর্স রয়েছে তাতে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়’: এসএমপি কমিশনার
বর্তমান পুলিশ বাহিনীর সীমিত জনবল দিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
তিনি বলেন, সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে পিপিপি (পুলিশ পাবলিক পার্টনারশিপ) মডেলে কাজ করতে হবে, যেখানে নাগরিক ও পুলিশের সমন্বয়ে একটি নিরাপত্তা কাঠামো গড়ে উঠবে।
আরও পড়ুন: এ যাত্রায় আপনি যুক্ত হলে আমরা সফল হতে পারব: তাসনিম জারা
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টা থেকে সিলেট-১ ও সিলেট-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মত দেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় এসএমপি কার্যালয়ে।
এ সময় কমিশনার বলেন, “বর্তমানে এসএমপিতে যে পুলিশ ফোর্স রয়েছে, তাতে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই প্রতিটি রাজনৈতিক দল থেকে কিছু স্বেচ্ছাসেবী যুবক নিয়ে একটি ‘পুলিশ সহায়তা টিম’ গঠন করা যেতে পারে। তাদের নিরাপত্তা ও আচরণবিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ ও ব্রিফিং দিয়ে সভা-সমাবেশ, সেমিনার বা প্রচারণা চলাকালে শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যেতে পারে।”
আরও পড়ুন: ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন
বৈঠকে বিএনপি, জামায়াত, জমিয়ত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দলের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত প্রত্যাশা তুলে ধরেন।
সভা শেষে সভাপতির বক্তব্যে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। জনবল সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পুলিশ-পাবলিক সমন্বিত উদ্যোগই হতে পারে নিরাপত্তার কার্যকর সমাধান।”





