৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:১৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর ফলে দেশের প্রায় ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

রোববার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মবিরতির পাশাপাশি শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনা ফাঁস

এর আগের দিন শনিবার রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে থাকা শিক্ষকদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হন। ঘটনার পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেন।

 শিক্ষকদের তিন দফা দাবি:

আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান

২. উচ্চতর গ্রেড প্রদান প্রক্রিয়ার স্থায়ী সমাধান

৩. সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

শিক্ষকদের দাবি, এসব বিষয় শুধু বেতন বৃদ্ধির প্রশ্ন নয়— বরং প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক মর্যাদা ও পেশাগত স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত।