আমজনতার পার্টির নিবন্ধনের জন্য তারেককে আপিল করার পরামর্শ ইসি সচিবের
আমজনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “তারেক সাহেব অনশনে আছেন। আইনগতভাবে আমাদের দিক থেকে যেটুকু বলা হয়েছে সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন তারা আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন।”
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
ইসি সচিব আরও বলেন, “আপিল, সংশোধনী, পরিমার্জন, পরিবর্ধন বা সময় বর্ধন এগুলো প্রচলিত প্রথা। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আইনগতভাবে বিষয়টি সুরাহার দিকে নিয়ে যান।”
আপিল কোথায় করতে হবে জানতে চাইলে তিনি জানান, “আপিল কমিশন সচিবালয়ে করা হবে। চিঠিপত্র সচিবালয় থেকে যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিল করতে হবে।”
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে নিহত আহত পরিবারকে তারেক রহমানের পক্ষে ড. এম এ কাইয়ুমের সহায়তা
কয়দিনের মধ্যে আপিল করতে হবে জানতে চাইলে সচিব বলেন, “কোনো সময়সীমা নেই। এখনো করতে পারেন, আগামীকালও করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত।”
আইনের বাইরে গিয়ে কোনো বিবেচনা হচ্ছে কি জানতে চাইলে তিনি বলেন, “আইনের বাইরে নয়। কমিশন শর্তাবলীর মধ্যে অনমোদিত কিছু বিষয় পুনর্বিবেচনার জন্য আপিল গ্রহণ করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে।”





