১৩ নভেম্বর ঘিরে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ
আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাস্তার পাশে পরিবহন ও খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা—এসব তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগসহ নাশকতায় ব্যবহার করতে পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
তিনি বলেন, “১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো আশঙ্কার কারণ নেই। তবে সরকার সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাস্তার পাশে পেট্রোল বিক্রি বন্ধ রাখা হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ১৩ নভেম্বর ঘিরে আমাদের কার্যক্রম চলমান আছে, কেপিআই (Key Point Installation) এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
তিনি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি। “এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে,” যোগ করেন তিনি।
সন্ত্রাসীদের দ্রুত জামিন পাওয়া প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেকে বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। এজন্য যারা জামিন দেন, তাদের প্রতি অনুরোধ—সন্ত্রাসীদের জামিন না দেওয়ার আহ্বান জানাই।”
নির্বাচন প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে মহড়া দেওয়া হবে।”
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাসদস্য, ৩৫ হাজার বিজিবি ও সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে।





