আ.লীগকে ঠেকাতে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামীকালের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “আগামীকাল সব দলই মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তাদের রাজনীতির মরণ হয়ে গেছে, এখন কেবল দুর্গন্ধ ছড়াচ্ছে।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতসহ আটটি দলকে উদ্দেশ্য করে এনসিপি নেতা বলেন, “আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে নয়। গণভোট বাংলাদেশে হবেই। বিএনপি শত বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ, দেশের বৃহৎ অংশ গণভোট চায়। সে তুলনায় বিএনপি এখন চুনোপুঁটি।”
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
তিনি আরও বলেন, “খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন বলেই বিএনপি দেশের অন্যতম বড় দলে পরিণত হয়েছে। কিন্তু এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা জনগণের মনোভাব বুঝতে পারছেন না—এটা তাদের আত্মঘাতী ভুল।”
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারোরই দাবি বাস্তবায়িত হয়নি। সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, আবার সেই প্রতিশ্রুতি আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হচ্ছে—এটা সরকারের জন্য লজ্জার।”





