সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া আসিফ মাহমুদের
কোথাও কোনো মিষ্টি নেই
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উচ্ছ্বাস প্রকাশ ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে তিনি সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস দেন— কোথাও কোনো মিষ্টি নেই।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
অনেকে এটি রায়-পরবর্তী পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন এবং তার মন্তব্যকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছেন।
এর আগে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
রায় ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ প্রকাশ ও মিষ্টি বিতরণ করা হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতেই আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি আলোচনায় এসেছে বলে মনে করছেন অনেকেই।





