সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া আসিফ মাহমুদের

কোথাও কোনো মিষ্টি নেই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উচ্ছ্বাস প্রকাশ ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে তিনি সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস দেন— কোথাও কোনো মিষ্টি নেই।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

অনেকে এটি রায়-পরবর্তী পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন এবং তার মন্তব্যকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছেন।

এর আগে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

রায় ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ প্রকাশ ও মিষ্টি বিতরণ করা হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতেই আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি আলোচনায় এসেছে বলে মনে করছেন অনেকেই।