৩–৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন: আইন উপদেষ্টা আসিফ নজরুল
আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, “গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এ সপ্তাহেই আইনটি চূড়ান্ত হবে। আশা করছি তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে।”
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে।
তিনি বলেন, “তাদের ফেরত আনার জন্য ইতালিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।”
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, “দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ করে বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো উচিত। এ বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে।”
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে।
আইন উপদেষ্টা বলেন, “এখন থেকে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনে থাকবে।”





