মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়বেন এনসিপির আলোচিত রিক্সাচালক সুজন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলোচিত রিকশাচালক সুজন। তিনি জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সুজন এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
সুজন যুগান্তরকে বলেন, "আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি। ঢাকা-৮ আসন থেকে সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। এই মনোনয়নপত্র প্রমাণ করে যে, একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান।"
ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
সুজনের অংশগ্রহণ ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে, যেহেতু তিনি সাধারণ মানুষ থেকে উঠে আসা জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।





