কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন ভিত্তিহীন: অন্তর্বর্তী সরকার
ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানে হাইটেক পার্ক নির্মাণের যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন।
আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা
তিনি লেখেন, “হাজার হাজার মানুষ যখন আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে ভুগছে, তখন হাইটেক পার্ক স্থাপনের মতো ভিত্তিহীন তথ্য তুলে ধরে সরকারকে বিব্রত করার চেষ্টার নিন্দা জানাই। এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।”
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, কড়াইল বস্তির প্রায় ৪৩ একর জায়গা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নামে থাকলেও তারা কখনো জায়গাটি বুঝে পায়নি।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ
গত বছরের শেষদিকে বস্তির বাইরে বনানী কর্নারের একটি ছোট অংশে সফটওয়্যার পার্ক নির্মাণের প্রস্তাব উঠেছিল। এ বিষয়ে মানবাধিকারকর্মীদের সঙ্গে আলোচনার পর আইসিটি বিভাগ পরিকল্পনা থেকে সরে আসে বলে তিনি জানান।
তিনি স্পষ্ট করে বলেন, “বর্তমানে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা সরকারের নেই।”
কড়াইলের পরিবর্তে ঢাকার কারওয়ান বাজার এলাকায় নতুন সফটওয়্যার পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
সরকার বলছে, কড়াইল বিপর্যয়ের সময় হাইটেক পার্ক নির্মাণের মতো অসত্য তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।





