সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। প্রতিদিন ৫০ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব

১ আগস্ট  থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।

একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: চলতি মাসে সরকারি চাকরিজীবীদের টানা তিন দিনের ছুটি

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়টি জরুরি বিবেচনায় স্ক্রল ও সংবাদ আকারে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি।