তফসিল ষোঘণার তারিখ জানাল ইসি মাসউদ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় সব প্রস্তুত, বুধবার বা ১১ ডিসেম্বর ঘোষণা সম্ভাবনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায়— অথবা প্রয়োজন হলে আগামী ১১ ডিসেম্বর— তফসিল ঘোষণা করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।
আরও পড়ুন: তফসিলের পর বেআইনি জনসমাবেশ থেকে বিরত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেবে কমিশন। তার ভাষায়, “বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। সময় খুবই কম; ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল দিতে হবে।”
ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনই জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে সিইসির ভাষণ রেকর্ডের নির্দেশ পাঠিয়েছে ইসি। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম জাতীয় নির্বাচন, যা কমিশনের জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দুই ঘণ্টার মতো বৈঠকের পর বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড সম্পন্ন হলে সন্ধ্যাতেই ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা হতে পারে। তবে কোনো কারণে বুধবার ঘোষণা না হলে বৃহস্পতিবারই তফসিল প্রকাশ নিশ্চিত করা হবে।





