আসিফ ও মাহফুজের মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাচ্ছেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে এলজিআরডি ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্যও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বুধবার (১০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। গতকাল গভীর রাত পর্যন্ত তারা মন্ত্রণালয়ের পেন্ডিং কাজগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছেন। দুই মন্ত্রণালয়ে সর্বত্রই আলোচনা ছিল কে পাচ্ছেন এই দুই মন্ত্রণালয় উপদেষ্টার নতুন দায়িত্ব। সরকারের বিভিন্ন মহলে আলোচনা করে জানা যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়ের মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ফয়েজ তৈয়ব। তবে রেজওয়ান হাসানও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালনের আলোচনায় রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান শেষ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথমদিকে তিনি এ দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রায়ই উঠে আসে— যা নতুন দায়িত্ব গ্রহণে তাকে দ্বিধায় ফেলেছিল। তার আশঙ্কা ছিল, দীর্ঘদিনের অস্বচ্ছতার দায় নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার ওপরও এসে পড়তে পারে।

আরও পড়ুন: অজ্ঞাতনামা লাশ হেফাজতে মৃত্যু আর মবে দেশজুড়ে মানবাধিকারের নাজুক পরিস্থিতি

তবে সরকারের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, মেয়াদের একেবারে শেষ সময়ে নতুন কাউকে এ দায়িত্বে আনা হবে না; অভিজ্ঞদের মধ্য থেকেই দায়িত্ব দেওয়া হবে। সেই বিবেচনায়ই শেষ পর্যন্ত আদিলুর রহমানকে রাজি করানো হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্য থেকে নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। পরবর্তীতে দায়িত্ব পুনর্বণ্টনের সময় আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ও দেওয়া হয়।

আরও পড়ুন: বিমানবাহিনীতে আসছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

সরকার গঠনের কিছুদিন পরেই মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্গঠনের সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়। ফলে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার— দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একই সঙ্গে পালন করছেন।

এদিকে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটি গঠনের সময় নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়ে আহ্বায়ক পদে যোগ দেন। তার জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।