হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবইসহ তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১০ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় র‌্যাব তিনজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানিয়েছে, হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল সম্পর্কিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজনকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: হাদিকে গুলি: আদালতে যা বললেন হান্নান

এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী এবং মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বিকেলে সংবাদ সম্মেলনে জানান, শনাক্ত দুই জন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তিনি আরও জানান, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।

আরও পড়ুন: সরকারিভাবে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

পুলিশের পক্ষ থেকে মূল হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।