মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টা ২৬ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

বিজয় দিবসের গুরুত্ব ও মর্যাদা আরও তুলে ধরতে জাতীয় প্যারেড স্কয়ারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ ছাড়া অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সমন্বিত ব্যান্ড পরিবেশনা দর্শনার্থীদের মধ্যে দেশপ্রেমের আবহ সৃষ্টি করে। বিজয় দিবসের এই আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

আরও পড়ুন: প্যারাজাম্প শেষে স্বাভাবিক মেট্রোরেল চলাচল