জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিষয়ে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২১ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সম্মেলনটি বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, সম্মেলনে দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অগ্রগতি তুলে ধরা হবে।

আরও পড়ুন: এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি

গত ১৩ ডিসেম্বর থেকে দেশে যৌথবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে। চলতি অভিযানে গত সাত দিনে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) শাহবাগে শিক্ষার্থী, ছাত্রসংগঠন নেতাকর্মী ও সাধারণ মানুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোক প্রকাশ করেন। তারা হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি