বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রোববার (২১ ডিসেম্বর) মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় বিপুল সংখ্যক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
আরও পড়ুন: বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ
মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আমরা আশা করি বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।”
একই দিনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
আরও পড়ুন: প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
বিন্যাসগতভাবে উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন লন্ডন থেকে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন।





