এভারকার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা
জনস্বার্থে সরকার ঢাকার এভারকেয়ার হসপিটাল ও পার্শ্ববর্তী এলাকায়সকল প্রকার ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল, আশপাশের সড়ক ও আশেপাশের আবাসিক এলাকায় কোনো ধরনের ড্রোন ক্যামেরা বা উড্ডয়নযোগ্য ডিভাইস ব্যবহার করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে হাসপাতাল এলাকায় রোগী, চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করলে তা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এ কারণে গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণির নাগরিককে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সুপ্রীম কোর্টের স্টে থাকা সত্বেও রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে ক্যাবিনেটের সিদ্ধান্তে নানা প্রশ্ন
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, নিষিদ্ধ এলাকায় ড্রোন উড্ডয়নের ওপর নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এই লিংকে ক্লিক করুন





