দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি
দীর্ঘ প্রায় ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেটে স্বল্প যাত্রাবিরতি শেষে উড়োজাহাজটি দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে এবং সেখানেই তারেক রহমানের আনুষ্ঠানিক আগমন সম্পন্ন হবে।
আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরে নজিরবিহীন নিরাপত্তা
এর আগে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে (ফ্লাইট নম্বর বিজি-২০২) বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তারেক রহমান।
জানা গেছে, ফ্লাইট ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে তিনি লন্ডনের বাসা থেকে বের হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
আরও পড়ুন: তারেক রহমানের জন্য শাহজালাল বিমানবন্দরে বুলেটপ্রুফ গাড়ি প্রস্তুত
এ ছাড়া সফরসঙ্গী হিসেবে আছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় তাকে বরণ করে নিতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





