আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে। সবার চোখেমুখে গভীর শোক আর একজন সাহসী রাষ্ট্রনায়ককে হারানোর বেদনা স্পষ্ট।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় গিয়ে দেখা যায়, জানাজা শুরুর প্রায় পাঁচ ঘণ্টা আগেই সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষের আগমন অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়িতে মন টেকেনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে চলে এসেছি।

নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশে আবার আসবে কি না, জানি না। তাকে শেষ শ্রদ্ধা জানাতেই এসেছি।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ

আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।