লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৪ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “এখন পর্যন্ত খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এখনও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ বজায় আছে। কেউ কেউ প্রশ্ন তুললেও ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ বিদ্যমান। দৃশ্যমান এমন কোনো ঘটনার উদাহরণ নেই, যা বলবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।”

আরও পড়ুন: দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই: উপদেষ্টা রিজওয়ানা

সাম্প্রতিক কিছু ঘটনার সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-দরবেশদের হাত ধরে ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছে। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

দেশে ধর্মীয় সম্প্রীতির চর্চা দীর্ঘদিনের উল্লেখ করে তিনি আরও বলেন, “বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”

আরও পড়ুন: রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, যা জানালো তিতাস

এর আগে সকালেই তিনি নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)–এর মাজার পরিদর্শন করেন।

মাজারের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগে তুলনায় অনেক বেড়েছে। মাজারগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে।”