পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, গত এক বছরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং আরও উন্নয়নের লক্ষ্যে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। ‘উন্নত করার চেষ্টা’ বলতে বুঝাচ্ছি— স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রগতি হচ্ছে। গত এক বছরে সম্পর্কের অবস্থা আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। কিছু বিষয় এখনো কাজের পর্যায়ে রয়েছে, অগ্রগতি হলে জানানো হবে।”

আরও পড়ুন: ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আলোচনা ছিল দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। এর আগে গত সপ্তাহে দু’জনের মধ্যে দুই দফা টেলিফোনে আলাপও হয়।

স্বল্প সময়ের ব্যবধানে একাধিক যোগাযোগ ও সাম্প্রতিক বৈঠককে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন: দেশের সংকটে বিএনসিসি ক্যাডেটরা অগ্রণী ভূমিকা পালন করছে