খালেদা জিয়া সত্যিকার অর্থে মানুষের নেত্রী ছিলেন: নূরুল কবীর
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন, খালেদা জিয়া শুধু একটি জাতীয়তাবাদী দলের নেত্রী নন তিনি সত্যিকার অর্থে মানুষ ও দেশের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। লাখো মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা সেই সত্যই প্রমাণ করেছে।
শুক্রবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন: নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা
নূরুল কবীর বলেন, রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে গুণটি তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল তা হলো তাঁর রুচিশীলতা, সংযম ও পরিমিতিবোধ। তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে রাজনীতিতে শালীনতা ও সংযমের ঘাটতি দেখা গেলেও খালেদা জিয়া কখনোই ব্যক্তিগত বেদনা বা ক্ষোভ প্রকাশ্যে প্রকাশ করেননি। রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ ও দুর্ভোগের মুখেও তিনি আত্মমর্যাদা অক্ষুন্ন রেখেছেন।’’
তিনি আরও বলেন, বর্তমান অসহিষ্ণু রাজনৈতিক পরিবেশে সংযম, পরিমিতিবোধ ও আত্মমর্যাদার মতো মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মূল্যবোধ যে কোনো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে—এটি খালেদা জিয়ার আচরণে স্পষ্ট ছিল।
আরও পড়ুন: আওয়ামী লীগ কী করতে পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি: প্রেসসচিব শফিকুল আলম
শোকসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ড. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে খালেদা জিয়ার স্মরণে বক্তব্য দেন লেখক, সম্পাদক, কূটনীতিক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোকসভা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।





