‘বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই’

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:১৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। তাদের রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা আমাদের নেই।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এসে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

ওবায়দুল কাদের বলেন, যুবলীগ নিজস্ব সত্তা থেকে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানাতে পারে। কেউ চাইলেই জাতীয় একটা দল নিষিদ্ধ হয়ে যায় না। বিএনপির আন্দোলনে বস্তুগত পরিস্থিতি ছিল না, জনসমর্থন ছিল না।  তারা সরকারকে ফেলে দিতে এসে নিজেরাই পালিয়ে গেছে।

তিনি বলেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত করতে পারেন।

আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

সংরক্ষিত আসনে প্রার্থী নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল।