হামলার প্রতিবাদে এনসিপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি আজ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, ফরিদপুরসহ দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি অনুযায়ী পালিত হবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এসব জেলায় পরবর্তীতে নতুন তারিখে কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা আয়োজন করা হয়েছিল। প্রশাসনকে জানিয়ে ও নিরাপত্তা নিশ্চিত করেই আমরা কর্মসূচিতে অংশ নিই। কিন্তু আওয়ামী লীগ ও তথাকথিত 'মুজিববাদী' সমর্থকেরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালায়। গোপালগঞ্জে অতীতের সব রেকর্ড ভেঙে এনসিপি প্রমাণ করেছে, আওয়ামী লীগের বাইরেও রাজনৈতিক দল সেখানে কর্মসূচি করতে পারে। হামলার ধরন ও সময় দেখে বোঝা যায়, এটি পূর্বপরিকল্পিত ছিল।
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী যেভাবে সহযোগিতা করেছে, আমরা কৃতজ্ঞ। গোপালগঞ্জের হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমরা দ্রুত তাদের আইনের আওতায় দেখতে চাই।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির কর্মীদের ওপর একাধিকবার হামলা চালায় বলে অভিযোগ এনসিপির। পরিস্থিতির অবনতি হলে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সন্ধ্যায় খুলনায় গিয়ে অবস্থান নেন





