‌একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াতে ইসলামীর আমির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

বক্তব্যে জামায়াত আমির বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূল উদঘাটনের জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিজয় লাভ করব।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

তবে এই বক্তব্য চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বক্তৃতার মাঝখানে তিনি বলে ওঠেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি বন্ধ করবে তার প্রমাণ কী? তার প্রথম প্রমাণ হচ্ছে…” এরপরই তিনি মঞ্চে ঢলে পড়েন। কিছু সময় পরে কিছুটা সুস্থ হয়ে তিনি আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে চেষ্টা করেন, কিন্তু পুনরায় অসুস্থবোধ করলে তাকে বসিয়ে দেওয়া হয় এবং তিনি বসে থেকে বক্তব্য শেষ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আমরা সমাবেশ করার সুযোগ পেয়েছি। যারা ত্যাগের বিনিময়ে সাড়ে ১৫ বছরের কঠিন অন্ধকার যুগের যাঁতাকলে পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন—আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াতেন, যদি গুলি লুফে না নিতেন, তাহলে হয়তো আজকের বাংলাদেশ আমরা পেতাম না।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াত আমির সমাবেশস্থলে পৌঁছান। তাকে ঘিরে রাস্তার দুই পাশে জড়ো হন দলের কর্মীরা। স্লোগানে মুখর পরিবেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান ডা. শফিক, মুখে ছিল হাসি ও প্রশান্তি।