কুমিল্লায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এনসিপির পদযাত্রা আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার (২৩ জুলাই) কুমিল্লায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি bপালন করছে। কর্মসূচিটি চাঁদপুর-কুমিল্লা সড়ক ধরে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে টাউন হল এলাকায় জনসভার মাধ্যমে শেষ হবে। মঙ্গলবার (২২ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ* পদযাত্রার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদযাত্রাটি শহীদ মাসুমের কবর জিয়ারতের মাধ্যমে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন্স, জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে পৌঁছবে। সেখানে অনুষ্ঠিত হবে একটি জনসভা।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন বলে জানানো হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ*সহ আরও অনেকে।

আরও পড়ুন: দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি কুমিল্লা জেলায় রাজনৈতিক সচেতনতা এবং গণসংহতির নতুন মাত্রা যোগ করবে বলে এনসিপি নেতারা আশা প্রকাশ করেছেন।