যে কারণে এনসিপি ছাড়লেন নীলা ইস্রাফিল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫
নীলা ইস্রাফিল। ছবিঃ সংগৃহীত
নীলা ইস্রাফিল। ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

নীলা লেখেন, "আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।" তিনি অভিযোগ করেন, এনসিপিতে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন তারেক রহমান

নীলার ভাষায়, "যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।"

তিনি আরও বলেন, "যে ব্যক্তি একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সেই দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।"

আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজের পদত্যাগের বিষয়ে সাফ জানিয়ে তিনি বলেন, "আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি প্রত্যাখ্যান করলাম।"

পোস্টের শেষাংশে তিনি লেখেন, "আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।"

নীলা ইস্রাফিলের এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ সংকট ও নারী নেত্রীদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।