বিএনপি নেতা মিন্টুর হার্টে দুটি রিং লাগানো হয়েছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৭:২৪ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর হার্টে দুটি রিং লাগানো হয়েছে। এরআগেও তার হার্টে রিং লাগানো হয়েছিলো।  সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কোয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। 

সোমবার সকালে সফলভাবে তার হার্টে দুটি রিং পড়ানো হয়। মিন্টুর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছে তার পরিবার। তিনি বর্তমানে ডা. খন্দকার আসাদুজ্জামানের ত্বত্তাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সাইদুর রহমান মিন্টুর সুস্থতা কামনায় তার পরিবার বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন: একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে: তারেক রহমান