আনন্দ মিছিলে বিএনপির নেতার মৃত্যু, কয়েকজন হাসপাতালে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নেতার মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান

মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রুহুল কবির রিজভী

পাকুন্দিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আল ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, “আল আমিন অত্যন্ত নিরলস ও দলের প্রতি নিবেদিত একজন কর্মী ছিলেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

এছাড়া গরমে অসুস্থ হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন, সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন

জানা যায়, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় বুরুদিয়া ইউনিয়ন থেকে মিছিল পাটমহল এলাকায় আসলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

ঘটনার পরই প্রধান অতিথি অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, আনন্দ মিছিল স্থগিত ঘোষণা করেন।

তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “পাকুন্দিয়া উপজেলা বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আল আমিন দলের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিল। এমন দলপ্রেমী মানুষ রাজনীতিতে বিরল। ডাক্তার জানিয়েছেন, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রচণ্ড গরমে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সুস্থতা কামনা করছি। মৃত নেতার পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।