জুলাই সনদ বাস্তবায়ন
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। সকালেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ জন্য ৩০টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের দেওয়া মতামত এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও আপত্তি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সনদের চূড়ান্ত রূপ কীভাবে নির্ধারণ করা হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক, আইনি ও সাংবিধানিক দিকগুলোও গুরুত্ব পাবে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের সব অর্জন বৃথা: সালাহউদ্দিন
এর আগে গতকাল বুধবার সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিশেষজ্ঞদের মতামত পুনরায় পর্যালোচনা করে কমিশন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব ও পরামর্শগুলোও নতুন করে খতিয়ে দেখা হয়।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।
আরও পড়ুন: ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, গণেশ রায়ের পাশে দাঁড়ালেন নিপুণ