সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন। তিনি বিমান বাংলাদেশে সকাল ৮:২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। নুরের সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম
নুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন এবং তাঁর চিকিৎসার খরচ সরকার বহন করবে। গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্য্যালয়ের সামনে আনুভূমিক হামলায় গুরুতর আহত হওয়ার পর নুর দীর্ঘ ১৮ দিন ঢামেক ও এক বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে এবং পরিবারের ও দলীয় সিদ্ধান্তে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে; যদিও ব্যক্তিগতভাবে নুর ইচ্ছুক ছিলেন না। সংগঠন দ্রুত তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
গণঅধিকার পরিষদের নেতারা সরকারের ওই পদক্ষেপকে স্বাগত জানালেও হামলার ২৪ দিন পার হলেও জড়িতদের বিরুদ্ধে জটিলতার দ্রুত অনুসন্ধান ও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মুখ্য নেতার ওপর এ ধরনের বর্বরোচিত হামলা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সংগঠন অভিযোগকারী ও অভিযুক্তদের বিচারের ত্বরান্বিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে; নয়তো তারা রাজপথে কঠোর কর্মসূচি আয়োজনের হুঁশিয়ারি দিয়েছেন।