তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর গোপন বৈঠক, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান তিন দেশের রাষ্ট্রদূতের গোপন বৈঠক নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে বৈঠকটি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে বলে জানা গেছে।
নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার ওই বৈঠকে উপস্থিত ছিলেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, তিন রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক পতাকা বা অফিসিয়াল চিহ্ন ছাড়াই একই গাড়িতে তার বাসায় প্রবেশ করেন। নজর এড়াতে তারা বৈঠক শেষে বিকল্প রাস্তা দিয়ে স্থান ত্যাগ করেন।
আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান
সাধারণ কূটনৈতিক সাক্ষাতে এমন গোপনীয়তা সচরাচর অনুসরণ করা হয় না। সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে সাবের হোসেন চৌধুরীর কাছে কার্যক্রম স্থগিত থাকা দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান কূটনীতিকরা। এছাড়া, দলটির কার্যক্রম পুনরায় শুরু করা এবং নির্বাচনে অংশ নেওয়ার উপায় নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বৈঠকে বলেন, আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তবে বিদেশি কূটনীতিকদের এতে কোনো আপত্তি থাকবে না। বরং এতে নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তারা। তবে বৈঠকে কী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি।
এ বিষয়ে বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার। এরপর থেকেই দলটির শীর্ষ পর্যায়ের কিছু নেতা আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগে রয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সূত্র: কালবেলা
আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল