সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক কোনো আইনের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া যায় না—এই প্রশ্নের উত্তর সরকার ও নির্বাচন কমিশনকেই দিতে হবে। তিনি জানান, দেশের শীর্ষ আইনজ্ঞদের সঙ্গে পরামর্শের পর দেখা গেছে, শাপলা প্রতীক প্রদানে কোনো আইনি বাধা নেই।
সারজিস আলম বলেন, “জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। সরকারের উচিত নিজেদের ভুল স্বীকার করে জাতীয় নাগরিক পার্টির কাছে ক্ষমা চাওয়া।”
আরও পড়ুন: আমার বক্তব্য আংশিক কাট করে প্রচার করা হয়েছে: সালাহউদ্দিন আহমদ
রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা কমিটির সমন্বয় সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর এনসিপি শাখার প্রধান সমন্বয়ক ফয়সাল করিম সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং নির্বাহী কাউন্সিল সদস্য ডা. আব্দুল আহাদ প্রমুখ।
আরও পড়ুন: পিআর ইস্যুকে জামায়াত দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: নাহিদ
সারজিস আলম আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে অন্যায়ভাবে প্রতীক না দেয়, তা জনগণের অধিকার খর্ব করার শামিল।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা সারজিস আলমের বক্তব্যে একাত্মতা প্রকাশ করে বলেন, “জনগণের প্রতীক কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করা যাবে না। সরকারকে জনগণের রায় ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
সভা শেষে সারজিস আলম জানান, “আমরা সব সমস্যার সমাধান চাই সংলাপ ও গণতান্ত্রিক উপায়ে। তবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।”