৭১ সহ অতীতের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালসহ ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন।
বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সভায় তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও মত দেন।
আরও পড়ুন: ‘নতুন রাষ্ট্র কাঠামোয় তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে’
জামায়াত আমির বলেন, ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটি সঠিক বা ভুল— সেটা শেষ পর্যন্ত ইতিহাসই বিচার করবে। আজ যেটি ভুল মনে হচ্ছে, ভবিষ্যতে সেটিই হয়তো সঠিক হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও বলেন, আমরা আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের দ্বারা বা সহকর্মীদের মাধ্যমে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের কাছে আমি শর্তহীনভাবে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়ায় কোনো লজ্জা নেই, এটি মানবিকতা ও দায়িত্ববোধের অংশ।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার ভূমিকায় আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী