সব দলের নির্বাচনে অংশগ্রহণে ফখরুলের আহ্বান
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছোটখাটো বিরোধ বা মতানৈক্য সরিয়ে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সময়মতো একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরতে পারবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত হবে।
আরও পড়ুন: হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। ফখরুলের দাবি, সহিংসতা আরও বিস্তৃত আকার ধারণ করার আগেই সবাইকে ‘নির্বাচনি প্রক্রিয়া’কে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অতীতে শেখ হাসিনা ‘এক ধরনের বাকশালি শাসন ব্যবস্থা’ চালু করেছিলেন, যেখানে সংবাদমাধ্যম তার দেওয়া বয়ান অনুযায়ী খবর তৈরি করত।
আরও পড়ুন: হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম: ডা. শফিকুর রহমান
এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বর্তমান গণমাধ্যমের দায়িত্ব হলো পূর্ববর্তী সরকারের ‘ভয়ের সংস্কৃতি’ তুলে ধরা এবং সেসব বাস্তবতার প্রতিফলন ঘটানো।





