‘প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে সব দলের মানা ছাড়া আর কোনো পথ নেই’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সিদ্ধান্তগুলো নিয়ে কিছু ইস্যুতে ভিন্নমত থাকলেও সামগ্রিকভাবে তা স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া রাজনৈতিক দলগুলোর সামনে বাস্তবসম্মত অন্য কোনো পথ খোলা নেই।

নেতারা জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, উচ্চকক্ষে দলগুলোর ভোটের অনুপাতে আসন বণ্টন এবং গণভোটের ব্যালটে ভিন্নমত–সমমতের অন্তর্ভুক্তি—এসব বিষয়ে সরকার যে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে, তা বৃহত্তর স্বার্থে গ্রহণযোগ্য সমাধানের দিকে অগ্রগতি।

আরও পড়ুন: শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত স্পষ্ট হওয়ার পর এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তটাই পরিস্থিতির উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি তারা এসব নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানান।

এবি পার্টির দুই নেতা আশা প্রকাশ করেন, বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দল বিভক্তি পেছনে ফেলে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করবে, যাতে দেশ স্থিতিশীল গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে পারে।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা