পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল

Sadek Ali
মো. জাকির হোসেন
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হকের সমর্থনে রাজধানীর পল্লবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এ মিছিলের আয়োজন করে।

মিছিলটি পল্লবী এভিনিউ ফাইভ নাভানার সামনে থেকে শুরু হয়ে বটতলা, প্যারিস রোড, ঝুটপট্টি ও হোপ স্কুল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অরিজিনাল দশে পপুলার হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা

মিছিলে উপস্থিত থেকে আমিনুল হক ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি বলেন, জনগণের সমর্থনেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা উপস্থিত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে আহ্বান জানান তিনি।


আরও পড়ুন: আগামী নির্বাচন আন্দোলনেরই অংশ: নজরুল ইসলাম খান