নরসিংদীতে বিচার বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত
নরসিংদীতে বিচার বিভাগ কর্তৃক " Civil Rulers and Orders ও Criminal Rules and Orders (Pratice and Procedure of Subordiants Courts)-2009 এর 480 অনুযায়ী বিচার বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে জেলা জজ আদালত ভবনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক শেখ হুমায়ূন কবীর।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
এসময় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মুহাম্মাদ আলী আহসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ লুৎফর মজিদ নয়ন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেল সুপার মো. তারেক কামাল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আ.মান্নান ভূঁইয়া, জেলা প্রশাসকের প্রতিনিধি সহ স্থানীয় বিচার বিভাগের উর্ধতন কর্মকর্তার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এসময় আগত অতিথিরা দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি করণ, পারিবারিক মামলায় লেভি ওয়ারেন্ট, সাজা পরোয়ানা তামিল, ফৌজদারি মামলার তদন্ত প্রতিবেদন, গ্রেফতারি ও ক্রোক পরোয়ানা তামিল, ফৌজদারি মামলায় সাক্ষী হাজিরা নিশ্চিত করণ, জারি মোকদ্দমার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, জব্দকৃত আলামত সংরক্ষণ ও নিষ্পত্তিকরণ, ময়না তদন্তের প্রতিবেদন ও জখমি সনদপত্র, অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ানি ও ফৌজদারির পুরাতন মামলাসমূহ নিষ্পত্তির উপায় উদঘাটন সহ আদালতে নিরাপত্তা নিশ্চিতকরণ সমূহ নিয়ে বক্তব্য রাখেন।





