১৫-১৬ বছর ভয়াবহ দানবীয় সরকার ছিল: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫-১৬ বছর দেশে একটি ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল। নিজের লোক ও দলের স্বার্থে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়—এত মুসলমান, এত মাদ্রাসা, মসজিদ, ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিত থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, পাপ, চুরি ও দুর্নীতি কেন? কেন আমরা সম্পদ বিদেশে পাচার করি? আমি বুঝতে পারি না।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা

ফখরুল আরও বলেন, “একটি মসজিদ নির্মাণে মানুষের যে আগ্রহ, একটি ভালো মানুষ তৈরি করার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?

শনিবার একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুন: আগামী নির্বাচন আন্দোলনেরই অংশ: নজরুল ইসলাম খান