খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, আছেন যুক্তরাজ্যের চিকিৎসক বিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে ঢাকা পৌঁছেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল বর্তমানে হাসপাতালের বিশেষায়িত ইউনিটে অবস্থান করছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা প্রতিবেদন, স্ক্যান ও ল্যাব রিপোর্ট পর্যালোচনা করেছেন।

শায়রুল আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা–অবস্থা নিয়ে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

আরও পড়ুন: একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে: তারেক রহমান

এদিকে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনেকেই প্রিয় নেত্রীকে এক নজর দেখার আশায় হাসপাতালের সামনে জড়ো হয়েছেন।

কুমিল্লা থেকে আসা বিএনপির কর্মী মাহিদুল ইসলাম বলেন, নেত্রী অসুস্থ খবর পেয়ে মন টিকছিল না। তাই ঢাকায় চলে এসেছি। আমরা শুধু চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে তিনি গত ৬ মে দেশে ফেরেন।

২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ফুসফুসের জটিলতা শনাক্ত হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।